দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে বৃহস্পতিবার সকালে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এটির গভীরতা ছিল ৬৩০ কিলোমিটার (৩৯১.৪৬ মাইল)।
ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানায়, ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি। ভূমিকম্পের পর স্থানীয় কর্মকর্তারা আফটারশক এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছেন।
প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বরাবর অবস্থিত ফিলিপাইনে ভূমিকম্প নিত্যদিনের ঘটনা। রিং অফ ফায়ার জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত তীব্র ভূমিকম্পের পাশাপাশি আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের একটি চাপ।
গত জানুয়ারিতে দেশটিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। রিখটার স্কেলে ৬.৭ মাত্রার ওই ভূমিকম্পটি দেশটির দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২.১ মাইল) দক্ষিণ-পূর্বে আঘাত হেনেছিল।