বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪তম নিবন্ধনধারীদের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার সুপারিশ করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এনটিআরসিএকর রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বুধবার (২৯ জুন) বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার জন্য আদালতের এক নম্বর সিরিয়ালে রাখা ছিল মামলাটি। বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী মো. ফারুক হোসেন।
তিনি বলেন, ১৪তমদের নিয়োগ দিতে কেন সুপারিশ করা হবে না, তা জানতে চেয়ে ২০২১ সালে রুল জারি করেন হাইকোর্ট। সেই রুল যথাযথ ঘোষণা করে আজ রায় ঘোষণা করা হলো।
ওই বছরের ৬ জুন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দেওয়ার পর শুনানি করে উভয়পক্ষ। এরপর রায়ের জন্য আজকে দিন নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৪তম নিবন্ধনধারী জাকির হোসেনসহ মোট ২৫০ জন এ রিট করেছিলেন। রিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের মহাপরিচালক (ডিজি), বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানসহ মোট সাতজনকে বিবাদী করা হয়।
এনটিআরসিএর ১৪তম নিবন্ধনধারীদের নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় এই প্রথম।
পি এস/এন আই