মেটার অধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার রয়েছে। মেসেজ পাঠিয়ে কিছু সময়ের মধ্যে সেই বার্তা ডিলিট করে দেওয়া যায়।
আপনি কি জানেন, হোয়াটসঅ্যাপে ডিলিট করা সেই মেসেজও কিছু সময়ের জন্য দেখা যেতে পারে? মেসেজ ডিলিট হয়ে গেলেও, ফোনে তার একটা ছাপ রয়ে যায়। জানেন, সেই ডিলিট হওয়া মেসেজ কীভাবে আবার পড়া যায়?
বর্তমানে হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ, যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফিচার হল ‘Delete for Everyone’। এই ফিচারের মাধ্যমে আপনি ভুল করে পাঠানো মেসেজ মুছে ফেলতে পারেন। একবার ডিলিট করলে, যাঁকে মেসেজ পাঠানো হয়েছে, তিনিও আর সেই মেসেজ পড়তে পারবেন না।
তবে আপনি কি জানেন, ডিলিট করা সেই মেসেজও কিছু সময়ের জন্য দেখা যেতে পারে? মেসেজ ডিলিট হয়ে গেলেও, ফোনে তার একটা ছাপ রয়ে যায়। অনেকেই জানেন না যে, সেই ডিলিট হওয়া মেসেজ কীভাবে আবার পড়া যায়।
বাজারে অনেক থার্ড পার্টি অ্যাপ রয়েছে, যেগুলোর মাধ্যমে এই কাজটি করা সম্ভব, তবে সেগুলি ব্যবহারে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এমন একটি পদ্ধতি রয়েছে, যাতে আপনি কোনও অ্যাপ ছাড়াই WhatsApp-এর ডিলিট করা মেসেজ পড়তে পারবেন এবং আপনার নিরাপত্তার ঝুঁকিও থাকবে না।
এই পদ্ধতিটি শুধুমাত্র অ্যানড্রয়েড ১১ বা তার পরবর্তী ভার্সনের ফোনে কার্যকর হবে। তাই প্রথমে দেখে নিন আপনার ফোনটি আপডেটেড কিনা।
এই ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে আপনার ফোনের সেটিংসে যেতে হবে। তারপর Notifications অপশনে যেতে হবে। এরপর More Settings-এ ক্লিক করতে হবে এবং সেখান থেকে Notification History অপশনটি খুঁজে বের করতে হবে। এই অপশনটি চালু (অন) করে দিন।
একবার এটি চালু করলে, আপনি ফোনে আসা সমস্ত মেসেজের একটি ইতিহাস দেখতে পারবেন, যার মধ্যে হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজও থাকবে। তবে মনে রাখতে হবে, এই পদ্ধতিতে শুধুমাত্র টেক্সট মেসেজই দেখা যাবে। ছবি, ভিডিও বা অডিও মেসেজ দেখা যাবে না।
এভাবে আপনি হোয়াটসঅ্যাপে ‘Delete for Everyone’ ফিচার ব্যবহার করে ডিলিট করা মেসেজও খুব সহজেই পড়তে পারবেন, তাও আবার কোনও অ্যাপ ছাড়াই।