কলেজে একটি অনুষ্ঠান থাকায় ক্লাসে উপস্থিত থাকতে পারেননি এক ছাত্র ও সহপাঠীরা। কিন্তু ক্লাসে অনুপস্থিত থাকলেও শিক্ষিকা যেন ওই ছাত্র ও তার সহপাঠীদের উপস্থিত হিসেবে দেখিয়ে দেন সেই অনুরোধ করেন।
বিক্রান্ত নামে ওই ছাত্রের কাছ থেকে হোয়াটসঅ্যাপে এমন মেসেজ পেয়েছেন শিক্ষিকা। আর এতেই শিক্ষিকার রোষের মুখে পড়েন তিনি। ঘটনাটি ভারতের।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ওই ছাত্রের নাম বিক্রান্ত। শিক্ষিকাকে হোয়াটসঅ্যাপে তিনি বলেন, ‘আমার নাম বিক্রান্ত। আমি এআইএমএল-এর ছাত্র। আমাদের সেকশনে এখন কম্পিউটার নেটওয়ার্কের ক্লাস চলছে। আজ কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি এবং আমার কয়েকজন সহপাঠী সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমি এখানে একটি প্রেজেন্টেশন দেব। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি ক্লাসের উপস্থিতির তালিকায় আমাদের নাম লিখে দেন। ধন্যবাদ।’
শিক্ষিকা এই মেসেজটি দেখে রেগে যান। মেসেজটি দেখে তিনি হোয়াটসঅ্যাপেই পাল্টা প্রশ্ন করেন, ‘শিক্ষিকাদের সঙ্গে এভাবে কথা বলতে হয়?’
পরবর্তীতে ওই শিক্ষার্থী ওই চ্যাটের স্ক্রিনশটটি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। তার প্রশ্ন, ‘আমায় প্লিজ কেউ বুঝিয়ে বলুন, আমি কোথায় ভুল করলাম?’
ছবিটি দেখে একজন উপদেশ দেন, ‘তুমি মেসেজের শুরুতে তোমার শিক্ষিকার উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করোনি।’
অন্য একজন দাবি করেন, ‘তুমি ইমেইলে না জানিয়ে হোয়াটসঅ্যাপ করেছ বলেই হয়তো উনি রেগে গেছেন।’
অনেক কৌতূহলী বিক্রান্তকে প্রশ্ন করে জানতে চেয়েছেন, তার পর কী ঘটেছে? বিক্রান্ত সেই প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি পরে ওনার অফিসে গিয়ে ক্ষমা চাই।’