বর্তমানে ৪ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার ২৪৩ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। তবে হাতে এখন ১ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৫২৫টি টিকা অবশিষ্ট আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনার টিকা জার্মানি থেকে শনিবার (২ অক্টোবর) দেশে এসেছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগ্রহণ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।
এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার ও সিনোফার্মার সব মিলিয়ে টিকা হাতে এসেছে ৫ কোটি ৮২ লাখ ৬৯ হাজার ৭৮০টি। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জনকে ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জনকে। বাকি ১ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৫২৫টি টিকা হাতে রয়েছে। তবে টিকার কোনো সমস্য হবে না। কারণ আমাদের সরকার প্রধান বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করছেন।