ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার পর মুসলিম দেশগুলো ভারতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে।
ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা গত মাসে এক টেলিভিশন বিতর্কে এই মন্তব্য করেছিলেন। আর দলের দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নভিন জিন্দাল এ বিষয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছিলেন।
দলের দায়িত্বশীল দু’জনের এমন মন্তব্যের পর তাদের বহিষ্কার করে দলটি। যদিও এখন পর্যন্ত ভারত এটা নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি দেশটি।
এদিকে বিজেপির কট্টর সমর্থক বলিউড অভিনেত্রী কঙ্গনা রণৌত পাশে দাঁড়ালেন নূপুর শর্মার। জানালেন, মত প্রকাশের অধিকার সবার আছে।
ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, ‘নুপূরেরও নিজস্ব মতামত জানানোর অধিকার রয়েছে। তাকে সব ধরণের হুমকি দেওয়া হচ্ছে। যখন হিন্দু দেবদেবীরা অপমানিত হয়, যা প্রায় প্রতিদিনই হয়; তখন আমরা আদালতে যাই। দয়া করে সেটাই করুন। নিজেরা ডন হয়ে ওঠার কোনো দরকার নেই।’
নুপূরের হয়ে কঙ্গনা আরও বলেন, ‘এটা আফগানিস্তান নয়। আমাদের কাছে সম্পূর্ণ সক্রিয় এক সরকার রয়েছে যা প্রজাতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়। যারা বারবার এটা ভুলে যান তাদের মনে করিয়ে দিলাম।’
আসলে বিভিন্ন ইস্যুতেই বারবার মুখ খোলেন কঙ্গনা। এবারও তার অন্যথা হলো না। কঙ্গনার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় তুঙ্গে। কেউ লিখেছেন, কঙ্গনা একেবারে যথার্থ কথা বলেছেন। আবার কেউ লিখেছেন, সদ্য মুক্তি পাওয়া ‘ধাকড়ে’র এমন ব্যর্থতার দিক থেকে নজর ঘোরাতে আবার বিতর্কে থাকতে চাইছেন কঙ্গনা।
পি এস/এন আই