মহান বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুবসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ দুপুরের দিকে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুবসহ পাঁচজন সাভার স্মৃতিসৌধে ফুল দিতে আসেন। এ সময় তারা ফুলের ডালা থেকে আওয়ামী লীগের নাম মুছে দেয়। এক পর্যায়ে তাদের আটক করা হয়।
ওসি আরও বলেন, আটক করে তাদের একটি কক্ষে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।