স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর আজ সোমবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। শারীরিক অসুস্থতা নিয়ে রোববার একটি হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম এই অধিনায়ক। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
পিন্টু বার্ধক্যজনিতসহ নানা রোগে ভুগছিলেন। আকস্মিকভাবে পড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেও অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। কিডনির সমস্যার জন্য অন্য হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল পরিবারের। তার আগে মারা গেছেন তিনি।
পিন্টু শুধু স্বাধীন বাংলা দলের অধিনায়ক ছিলেন। পরে সংগঠক হিসেবে ফুটবলের সঙ্গে যুক্ত হন। মোহামেডানের পরিচালক পদেও দায়িত্ব পালন করেছেন। নওগাঁয় ১৯৪৩ সালে জন্ম নেন কিংবদন্তি এই ফুটবলার। ১৯৬১ সাল থেকে ১৯৭৫ পর্যন্ত টানা খেলেছেন মোহামেডানে। কোচিংও করিয়েছেন মোহামেডানে। জাতীয় দলের ডাগআউটেও দাঁড়িয়েছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাফুফে। এক বার্তায় স্বাধীন বাংলা ফুটবল দলের এই অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধ পিন্টুর প্রতি সম্মান জানিয়ে ফেডারেশন বলেছে, তার অবদান কখন দেশের ফুটবল ভুলবে না। তার আত্মার শান্তি কামনা করেছে বাফুফে।