আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। সেই সঙ্গে রুপার দরও হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফলে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে দুই গুরুত্বপূর্ণ ধাতু দর হারিয়েছে।
প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম কিটকোর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, বুধবার (১৩ সেপ্টেম্বর) আগামী ডিসেম্বরের স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ৩ ডলার ৬০ সেন্ট। প্রতি আউন্সের দর নিষ্পত্তি হয়েছে ১৯৩১ ডলার ৫০ সেন্টে।
একই কার্যদিবসে আসছে ডিসেম্বরে রুপার সরবরাহ মূল্য নিম্নগামী হয়েছে শূন্য দশমিক ২৭৭ ডলার। আউন্সপ্রতি দাম স্থির হয়েছে ২৩ ডলার ১২৫ সেন্ট।
গত আগস্টে মার্কিন মুলুকে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ঊর্ধ্বমুখী হয়েছে ৩ দশমিক ৭ শতাংশ। ২০২২ সালের একই সময়ে যা ছিল ৪ দশমিক ৩ শতাংশ।
এই উপাত্তের আলোকে ডিভিয়ার গ্রুপ রাইটের নাইজেল গ্রিন বলেন, চলতি সেপ্টেম্বরে সুদের হার স্থিতিশীল রাখবে ফেড। তবে পরবর্তী সময়ে তা বাড়াতে পারে তারা।
গত মাসে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে মূল্যস্ফীতি আবার বেড়েছে। বিশেষ করে জ্বালানি তেলের খরচ বৃদ্ধি পেয়েছে। ফলে আসন্ন বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে ফেড।
তিনি বলেন, সামনে মূল্যস্ফীতি আরও বাড়লে সুদের হার বাড়াবে ফেড। আগামী নভেম্বরেই তেমনটা ঘটতে পারে। এমনটি হলে ইউএস মুদ্রা ডলারের মান বাড়বে। ফলে স্বর্ণের দরপতন ঘটবে।
গত মাসে স্বর্ণের সর্বনিম্ন দাম ছিল ১৯১৩ ডলার ৬০ সেন্ট। তবে চলমান মাসে তা উঠতে পারে সর্বোচ্চ ১৯৮০ ডলার ২০ সেন্টে। ইতোমধ্যে সেই আভাস মিলেছে। গত মঙ্গলবার আউন্সপ্রতি দর ছিল ১৯৪৭ ডলার ৫০ সেন্টে।
পিএসএন/এমঅাই