যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সোমবার আগাম ভোট দেবেন। হোয়াইট হাউস সূত্র থেকে নিশ্চিত করে বলা হয় প্রেসিডেন্ট বাইডেন সেই ৪২ মিলিয়ন আমেরিকানের সাথে যোগ দেবেন, যারা ইতোমধ্যেই আগাম ভোট প্রদান করেছেন। খবর বিবিসি
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন দেশটির নাগরিকেরা। যুক্তরাষ্ট্রে আগাম ভোট প্রদানের সুযোগ থাকায় অনেক আমেরিকান সেই সুযোগ গ্রহন করে থাকেন।
গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মেইলের মাধ্যমে তার ভোট প্রদান করেছেন।