দুই দিন আগেই বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়েছে। শুরু হয়েছে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট। আর নারীদের লঙ্গার ভার্সনের খেলা শুরু হতে না হতেই ইতহাস গ্রেছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার ইতহাস গ্রেছেন তিনি।
গত দুই দিনে একাধিক ক্রিকেটার সেঞ্চুরি করার দৌড়ে ছিলেন, তবে শেষ পর্যন্ত কেউই এ কীর্তি গড়তে পারেননি। মধ্যাঞ্চলের হয়ে খেলা জ্যোতি গতকাল ৮৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করার পর আজ পান শতকের দেখা।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মেয়েদের তিন দিনের প্রথম শ্রেণির ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে জ্যোতি শেষ পর্যন্ত ২০ চার ও ২ ছক্কায় ২৫৩ বলে ১৫৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন।
জ্যোতি সেঞ্চুরি করেন ২১৫ বলে। জ্যোতির আগে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন উত্তরাঞ্চলের ফারজানা হক, শারমিন আখতার ও দক্ষিণাঞ্চলের আয়েশা রহমান। তবে তারা আউট হন যথাক্রমে ৮৬ ,৮৮ ও ৯৪ রানে।