খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ দলীয় প্রতীক লাঙ্গলের প্রচারণায় জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু । খুলনা মহানগরীর ১ ও ২ নং কাস্টম ঘাট, ২২ নং ওয়ার্ড সহ নয়াবাটি, খালিশপুর সুপার মার্কেট, চিত্রালি বাজার, পিপলস মোড় সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
বুধবার (৩১মে) সকাল ১০ঘটিকায় নগরীর ১ও ২ নং কাস্টম ঘাট সহ নয়া বাটি খালিশপুর সুপারমার্কেট চিত্রালী বাজার পিপলস মোড় খুলনা জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী সফিকুল ইসলাম মধু তার দলীয় লাঙ্গল প্রতীক নিয়ে জনসংযোগ ও পথসভা শুরু করেন। খালিশপুর সুপার মার্কেট সহ খালিশপুর বাজারের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও পথসভায় অংশ নেন।
শফিকুল ইসলাম মধু বলেন,
খুলনা মহানগরের উন্নয়নে জাতীয় পার্টির বিকল্প কিছু নাই। খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন এই নির্বাচনে মানুষ উৎসবমুখর পরিবেশে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা এ বিষয় নিয়ে সাধারণ মানুষ ভয় পাচ্ছে মুখ খুলতে পারছে না। আমি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করেছিলাম তিনি আমার প্রশ্নের উত্তরে জবাব দিলেন এবারের নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে।