লবনাক্ততা বৃদ্ধি,খাদ্য সংকট ও আবাসস্থল ধ্বংস সহ নানা কারনে
সুন্দরবনের সাপ লোকালয় চলে আসছে
আসাদুজ্জামান মিলন
সুন্দরবনের নদ নদীতে লবনাক্ততা বৃদ্ধি, খাদ্য সংকট , আবাসস্থল ধ্বংস সহ নানা কারনে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির সাপ বন ছেড়ে অহরহ লোকালয় চলে আসছে। বন সংলগ্ন গ্রামগুলোতে প্রায়ই দেখা মিলছে এই সব বিষধর সাপের। গত এক বছরে শুধুমাত্র বন সংলগ্ন শরনখোলা উপজেলা থেকে বিভিন্ন প্রজাতির ৩৭ টি সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানাগেছে।
সর্বশেষ গত ৪ ফেব্রæয়ারী উপজেলার সুন্দরবন সংলগ্ন চাল রায়েন্দা গ্রামের ফিলিপ জোমাদ্দাররের রাড়ির পুকুর থেকে একটি দাড়াস সাপ উদ্ধার করে বন সুরক্ষার দায়িত্বে নিয়োজিত ওয়াইল্ড লাইফ টীমের সদস্যরা। টীম লিডার আলম হাওলাদার জানান, গ্রামবাসীর কাছে খবর পেয়ে তারা সাপটি উদ্ধার করে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অবমুক্ত করে দেয়া হয় ।
ওয়াইল্ড লাইফ টীম ও বন বিভাগ সূত্রে জানাগেছে, চলতি বছরে তারা এ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন প্রজাতির ৩৭ টি সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে। এর মধ্যে ২৮ টি অজগর, ৪ টি দারাস, ২ টি সুতানাগ, ১ টি কিং কোবরা, ১টি গোখরা, ১টি মনোক্লেড কোবরা প্রজাতির সাপ।
বাংলাদেশের অন্যতম সাপ বিশেষজ্ঞ ও সাপ সুরক্ষায় নিবেদিত প্রাণ বোরহান বিশ^াস রমন বলেন, সাপ শুধু সুন্দরবন নয়, প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ন । প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হলে সাপকে বাঁচিয়ে রাখতে হবে। তার মতে, সুন্দরবনের নদ নদীতে লবনাক্ততা বৃদ্ধি, খাদ্য সংকট , আবাসস্থল ধ্বংস সহ নানা কারনে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির সাপ বন ছেড়ে অহরহ লোকালয় চলে আসছে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, টাইগার রেসপন্ডস প্রকল্পের মাধ্যমে বন সংলগ্ন এলাকার কিছু যুবককে স্বল্পমেয়াদী প্রশিক্ষন দেয়া হয়েছে । যারা ওয়াইল্ড লাইফ টীমের সদস্য হিসাবে খবর পেলেই গ্রামে ছুটে গিয়ে সাপ উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিচ্ছে। সাপগুলো রক্ষা পাচ্ছে। তিনি উৎসাহী এসব যুবকদের সরকারি ভাবে উন্নত প্রশিক্ষনের দাবি জানান।
বন সংলগ্ন গ্রামবাসীর সাথে আলাপ করে জানাগেছে, বন থেকে বিশালাকার এসব সাপ লোকালয়ে এসে হাঁস মুরগীর খোপ, খড়ের গাদা ও ফসলের মাঠে লুকিয়ে থাকছে । ফলে এ গ্রামগুলোর মানুষ বিশেষ করে শিশুরা সাপ নিয়ে আতঙ্কে ভূগছে। গত ১৩ ডিসেম্বর উপজেলার সুন্দরবন সংলগ্ন জিলবুনিয়া গ্রামে ধান ক্ষেতে প্রায় ১২ ফুট লম্বা অজগর সাপের আক্রমনে ওমর (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র আহত হয়। ২৫ ফেব্রæয়ারী বন সংলগ্ন বগী গ্রামে ঝোপের মধ্যে লুকিয়ে থাকা একটি সাপ তেড়ে আসতে দেখে আতংকে কলেজ ছাত্রী সুমাইয়া (১৮) অসুস্থ্য হয়ে পড়ে বলে এলাকাবাসী জানিয়েছে।
এ ব্যাপারে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মোঃ শামসুল আরেফীন বলেন, বন সংলগ্ন ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় এবং সেখানে মানব বসতি গড়ে ওঠায় সাপসহ অন্যান্য বন্য প্রানী খুব সহজেই লোকালয়ে চলে যাচ্ছে। তবে কোথাও বন্য প্রানীর খবর পাওয়া গেলে ওয়াইল্ড লাইফ টীম ও বন বিভাগের কর্মীরা তাৎক্ষনিক ভাবে তা উদ্ধারের ব্যবস্থা করছে । তার দেয়া হিসাব অনুযায়ী, চলতি বছরে এ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন প্রজাতির ৩৭ টি সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনে বিভিন্ন প্রজাতির সাপে