সুন্দরবনের গহীনে বনরক্ষিদের অভিযান টেরপেয়ে ১৩২ কেজি হরিনের মাংশ রেখে পালিয়ে গেলেন চোরা শিকারীরা।
সোমবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের শাকবাড়ীয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়। তবে বনবিভাগের উপস্হিত টের পেয়ে শিকারিরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় ঘটনা স্হল থেকে ১ টি নৌকা জব্দ করেছে বনবিভাগের সদস্যরা।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩ টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ ১ টি নৌকা জব্দ করা হয়েছে। টর্চ লাইটের আলোয় দুর থেকে ২ জন শিকারিকে সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে দেখেছি কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।
এবিষয়ে বনবিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।