গতকাল ৭ অক্টোবর প্রকাশ পেয়েছে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘সিংহাম এগেইন’-এর ট্রেলার। ৪ মিনিট ৫৮ সেকেন্ডের দীর্ঘ এ ট্রেলারে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। ছিলেন রণবীর সিং। এবার জানা গেল তাদের মেয়েরও অভিষেক হয়েছে এ ছবির মাধ্যমে। বিষয়টি জানিয়েছেন রণবীর নিজেই।
ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, অন্তঃসত্ত্বা অবস্থাতেই শক্তি শেঠির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। রণবীর নিজে এই ছবিতে সংগ্রাম ভালেরাও ওরফে সিম্বার ভূমিকায় রয়েছেন।অভিনেতার দাবি, মায়ের গর্ভে থেকেই জীবনের প্রথম ছবিতে অভিনয় করেছে মেয়ে। অর্থাৎ ‘সিংহাম এগেইন’তার ও দীপিকার ‘বেবি সিম্বা’র ডেবিউ ফিল্ম।
সিনেমার ট্রেলার লঞ্চে গিয়ে এ কথা জানান রণবীর। সেসময় আরও উপস্থিত ছিলেন ছবির পরিচালক রোহিত শেঠি, অজয় দেবগন, কারিনা কাপুর, অর্জুন কাপুর, টাইগার শ্রফ ও রণবীর সিং। অক্ষয় কুমার দেন ভিডিও বার্তা। তবে উপস্থিত ছিলেন না দীপিকা।
এ নিয়ে রণবীর বলেন, দীপিকা এখন সন্তান নিয়ে ব্যস্ত। কোথাও যাওয়ার অবকাশ তার নেই। তার আরও বলেন, “আমার ডিউটি রাতে থাকে, সেই কারণে আমি চলে এসেছি।”
জানা গেছে, দীপাবলি উপলক্ষে আগামী ১ নভেম্বর সিনেমা হলে আসবে ‘সিংহাম এগেইন’। এটি ‘সিংহাম’ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা।