খুলনা প্রেসক্লাবের অস্থায়ী সদস্য ও দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের ফটো সাংবাদিক এস এম বাহাউদ্দিন (বাহার) এর মাতা আয়েশা বেগম বৃহস্পতিবার দিবাগত রাত ৩.৩০ মিনিটের দিকে খুলনার বটিয়াঘাটাস্থ সুন্দরমল গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন।
মৃত্যকালে তিনি দুই পুত্র, চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বেলা ১১টায় মরহুমার নামাজে জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক এস এম বাহাউদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।