বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল এখনও ঘোষণা হয়নি। তবে বেসরকারি হিসেবে ফল চলে এসেছে বেশিরভাগ।
ক্যাটাগরি-২ ঢাকার ক্লাব কোঠায় যৌথভাবে সর্বাধিক ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি পেয়েছেন ৫৩ ভোট। তার মতোই ৫৩ ভোট পেয়েছেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা ও এনায়েত হোসেন সিরাজ।
নির্বাচন কমিশন এখন পর্যন্ত সরাসরি ফল না জানালেও বোর্ডের বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ও প্রার্থীরাই গণনার পর খবর জানাচ্ছেন। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, এটা প্রাথমিক ফল। চূড়ান্ত ফল আগামীকাল আসবে।
ঢাকার ক্লাব কোঠায় নির্বাচিত ১২ পরিচালকের প্রাপ্ত ভোট
নাজমুল হাসান পাপন ৫৩
গোলাম মর্তুজা পাপ্পা ৫৩
এনায়েত হোসেন সিরাজ ৫৩
ইসমাইল হায়দার মল্লিক ৫২
আহমেদ নজিব ৫১
ওবায়েদ নিজাম ৫১
ফাহিম সিনহা ৫০
ইফতিখার রহমান মিঠু ৫০
মনজুর কাদের ৪৯
সালাউদ্দিন চৌধুরী ৪৯
মাহবুব আনাম ৪৭
মনজুরুল আলম মনজু ৪৬।