চীনা কৃত্রিম বুদ্ধিমত্তার স্টার্টআপটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এমন উদ্বেগ প্রকাশ করে সব ধরনের সরকারি ডিভাইস থেকে ডিপসিক নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার দেশটির সরকার এর বিবৃতিতে বলেছে, “ডিপসিক পণ্য, অ্যাপ্লিকেশন ও ওয়েব পরিষেবার ব্যবহার বা ইনস্টলেশন বন্ধ করতে এবং অস্ট্রেলিয়ার সব সরকারি সিস্টেম ও ডিভাইস থেকে ডিপসিক পণ্য সরিয়ে ফেলতে দেশটির সব সরকারি সংস্থার জন্য বাধ্যতামূলক এক নির্দেশনা জারি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব।”
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেছেন, সরকারি প্রযুক্তির জন্য ‘মেনে না নেওয়ার মতোন ঝুঁকি’ তৈরি করেছে ডিপসিক এবং ‘অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায়’ এর ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।
তবে বেসরকারি নাগরিকদের বিভিন্ন ডিভাইসে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন।
গত মাসে ডিপসিকের সর্বশেষ এআই মডেল চালু করে স্টার্টআপটি। গোটা বিশ্বে প্রযুক্তিখাতের শেয়ারে ধস নামিয়েছে ডিপসিক-এর সাশ্রয়ী মূল্যের বিভিন্ন এআই মডেল।
রয়টার্স লিখেছে, এর আগে ডিপসিক’কে সব ধরনের সরকারি ডিভাইসে নিষিদ্ধ করে ইতালি। ডিপসিক’কে নিষিদ্ধের বিষয়ে একই ধরনের পদক্ষেপ নিলো অস্ট্রেলিয়াও। পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশ ও বিশ্বের অন্যান্য দেশও এআই স্টার্টআপটির দিকে নজর দিচ্ছে।
এদিকে, এ সপ্তাহের শুরুতে সরকারি বিভিন্ন বিভাগকে ডিপসিকের এআই পরিষেবা ব্যবহার করতে নিষিদ্ধ করেছে তাইওয়ান।
নিরাপত্তার কারণে দুই বছর আগে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ টিকটকের ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকার।