থাইল্যান্ডের রাজা বিবাহ সমতা বিল সই করে তা আইনে পরিণত করেছেন, যার ফলে সমকামী যুগলরা আইনসম্মতভাবে বিয়ে করতে পারবে।
এর মধ্য দিয়ে থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ায় সমকামী বিয়েকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হল।সমকামী বিয়ে সংক্রান্ত বিলটি গত জুনেই থাইল্যান্ডের পার্লামেন্টে পাস হয়েছিল। এরপর এতে কেবল রাজার অনুমতি প্রয়োজন ছিল।এবার থাই রাজা মাহা ভাজিরালংকর্ন বিলটি সই করার পর মঙ্গলবার আইনটি রাজকীয় গেজেটে প্রকাশ করা হয়েছে। আগামী ২২ জানুয়ারী থেকে এটি কার্যকর হবে।
মানবাধিকারকর্মীরা এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে প্রশংসা করেছে। কয়েকবছর ধরে বিবাহ সমতা নিয়ে অধিকারকর্মীদের প্রচারের পর অবশেষে এই স্বীকৃতি এসেছে।দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে যেখানে সমকামী আচরণ বিরল সেখানে থাইল্যান্ড দীরঘদিন ধরেই এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের জন্য তুলনামূলকভাবে স্বর্গভূমি।
আর এখন সমকামী বিয়ে দেশটিতে স্বীকৃতি পাওয়ায় এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের অধিকারের জন্য সোচ্চার এবং ব্যাংকক প্রাইড মুভমেন্টের সহপ্রতিষ্ঠাতা অ্যান চুমাপর্ণ বিবিসি-কে বলেন, “আজ আমরা কেবল বিবাহ সনদে আমাদের নাম লেখার অধিকার পাচ্ছি তাই নয়, বরং আমরা ইতিহাসেও একটি অধ্যায় রচনা করছি। এটি সমতা এবং মানুষের মর্যাদার জয়।”