গত বছর মুক্তি পেয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। সেখানে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা আরিফিন শুভ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসাও কুড়ান তিনি।
ওই সময় সিনেমাটি নিয়ে নানা জায়গায় সাক্ষাৎকার দিয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বলেছিলেন, `আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একজন করে হাসিনা রয়েছে। মনে-প্রাণে আমি শেখ হাসিনাকে ধারণ করি। শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর জীবনে আর কোনো অভিনয় না করলেও তাতে কোনো আফসোস থাকবে না।’ সেই বক্তব্যের সূত্র ধরে আবারও আলোচনায় উঠে এসেছেন এই নায়িকা।
আওয়ামী লীগ সরকারের এমন পতনের পর ফারিয়ার পুরনো সেই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ তোপের মুখে পড়েছেন তিনি। রীতিমতো নেটিজেনদের কড়া মন্তব্যের ঝড় বইছে নেট দুনিয়ায়।
একজন লিখেছেন, শেখ হাসিনার স্বৈরশাসন দেখার পরও তার মতো হতে চান ফারিয়া। অর্থাৎ তিনিও স্বৈরতন্ত্রের সমর্থক। সারাদেশে গত এক মাসে যে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা, এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ তো দূরের কথা, কখনো একটা কথাও বলেননি তিনি।
আরেকজন লেখেন, বাংলাদেশের এমন কঠিন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় যেসব গ্ল্যামারস ছবি পোস্ট করছেন তিনি, তাতে বোঝাতে চাচ্ছেন-দেশ যেমনই থাকুক না কেন, তাতে কিছুই যায় আসে না ফারিয়ার।
তবে পুরো ছাত্র আন্দোলন ও পরবর্তী সময়ে নেটিজেনদের সমালোচনা নিয়ে কিছুই বলেননি ফারিয়া।