বিশেষ করে শাশুড়ির সামনে পুত্রবধূরা শান্ত ও চুপচাপ থাকার চেষ্টা করে। পতিদেবতার মা-জননী যেন কোনোরকম ভুল ধরে বসতে না পারেন সেক্ষেত্রে থাকে সচেতন। কিন্তু বলিউড তারকা দীপিকার বেলায় হলো উল্টো। শাশুড়ির সামনেই অন্য পুরুষকে জড়িয়ে ধরলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
মণীশ মালহোত্রার ফ্যাশন শোয়ে ঘটেছে এ ঘটনা। শো শেষে মুকেশ আম্বানিকে দেখেই এগিয়ে যান দীপিকা। জড়িয়ে ধরে থাকেন দীর্ঘক্ষণ। এরপর হাত ধরে আরও বেশকিছুক্ষণ কথা বলেন তারা। দীপিকার পাশে তখন দাঁড়িয়ে ছিলেন তার শাশুড়ি অঞ্জু ভবনানি।
এরইমধ্যে সামাজিক মাধ্যমে আম্বানিকে জড়িয়ে ধরার ওই ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, দীপিকা যখন মুকেশ আম্বানিকে জড়িয়ে ধরে কথা বলছেন, তখন তার পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শাশুড়ি মা অঞ্জু ভবনানিকে।
ভিডিওতে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘পয়সা কথা বলে, মুকেশ আম্বানি সাধারণ হলে কি আর দীপিকা জড়িয়ে ধরত!’ অন্য একজন লিখেছেন, ‘দীপিকা তো দেখি ছাড়তেই চায় না। সামনে যে শাশুড়ি!’