প্রতীক্ষার অবসান ঘটেছে। শনিবার (২৫ জুন) আনুষ্ঠানিকভাবে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মাধ্যমে খুলে গেছে অমিত সম্ভাবনার দুয়ার।
পদ্মা সেতুর উদ্বোধনে উচ্ছ্বসিত দেশের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই উচ্ছ্বাস প্রকাশ করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ফেসবুকে তিনি লিখেছেন, ‘স্বপ্ন হলো সত্যি। পদ্মা সেতু এখন দৃষ্টিসীমায় দিগন্ত জুড়ে। এই সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। পদ্মা সেতুর বাস্তবায়ন বাংলাদেশের পক্ষে একটি দুর্দান্ত অর্জন। আমাদের স্বনির্ভরতা, সাহস, দৃঢ়তা, সক্ষমতা, আত্মবিশ্বাসের প্রতীক পদ্মা সেতু। আমাদের পদ্মা সেতু, আমাদের অহংকার।