আসাদুজ্জামান মিলন, শরণখোলা থেকে
পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে শরণখোলা উপজেলায় পাঁচ জন ভূমিহীন ও ঘরহীন মানুষ কে ঘরসহ জমির দলিল তুলে দেয়া হয়েছে । মঙ্গলবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী শরণখোলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ পাঁচ টি দলিল হস্তান্তর করা হয় । এসময় তাদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ঈদ উপহার তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন, উপজেলা স¦াস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল, জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন ও ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু।
ঘর পেয়ে জননেত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধানসাগর গ্রামের শারীরীক প্রতিবন্দী ফিরোজ হাওলাদার বলেন, এক দূর্ঘটনায় পা হাড়িয়ে এতোদিন দেশ বিদেশে খড়কুটোর মত ভেসে বেড়িয়েছি। এবার প্রধানমন্ত্রী আমাদের মাঁথা গোজার মত ঠাই করে দিলেন। পরিবার নিয়ে রাতে একটু শান্তিতে ঘুমাতে পারবো ।
Leave a comment