শরণখোলা প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় শরণখোলায় গনহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে (২৫ মার্চ) শরণখোলা উপজেলা সদরে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের শহীদ ও গনহত্যার শিকার সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম,এ খালেক খান, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, পুলিশের এএসপি (শিক্ষানবীশ) সৌমেন্দ্র কুমার বাইন,শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন, ওসি তদন্ত সুব্রত কুমার, শরণখোলা সরকারি ডিগ্রী কলেজ এর প্রভাষক আকন আলমগীর, রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমলেন্দু হালদার,আরকেডিএস বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম সেলিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই, উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু জাফর জব্বার ও রায়েন্দা বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদারসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,সাংবাদিক ও নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা প্রশাসন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা।