আসাদুজ্জামান মিলন, শরণখোলা
শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের গৃহস্থের বাড়ি থেকে বৃহৎ আকারের একটি অজগর উদ্ধার হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) দুপুরে ঐ গ্রামের মিজান খলিফার বসত বাড়ির হাসের ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।
১৩ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের এই অজগর টি সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস এলাকার বনে অবমুক্ত করে দেয়া হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানাগেছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শামসুল আরেফিন জানান, গৃহকর্তা মিজান খলিফার দেয়া খবরের ভিত্তিতে ভিটিআরটি সদস্য আলম হাওলাদার, সিপিজি দলনেতা খলিল জোমাদ্দারের সহযোগিতায় বন বিভাগ সাপটি উদ্ধার করে। বিকালে সাপটি রেঞ্জ অফিস সংলগ্ন বনে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
ঐ কর্মকর্তা আরো জানান, খাবারের সন্ধানে সুন্দরবন থেকে মাঝে মধ্যে সাপ লোকালয়ে চলে আসছে।
উদ্ধারকারী দলের সদস্য খলিল জোমাদ্দার জানান, বন সংলগ্ন গ্রাম থেকে এ যাবৎ তারা অর্ধশত সাপ উদ্ধার করেছেন। তার মধ্যে আজকের সাপটি দৈর্ঘ্য ও ওজনে সবচেয়ে বড়।
গৃহকর্তা মিজান খলিফা জানান, অজগরটি তার হাসের ঘরে ঢুকে তার দুইটি হাস খেয়ে ফেলেছে।