দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ৫ জরুরি উদ্ধারকর্মী নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয় জানায়, সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরের একটি গ্রামে ইসরায়েলের হামলায় ৫ স্বাস্থ্য ও উদ্ধারকর্মী নিহত হয়। ইসরায়েলের সেনাবাহিনী এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।গত এক বছরে লেবাননে ইসরায়েলের হামলায় ২ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশির ভাগই নিহত হয়েছে ২৩ সেপ্টেম্বর থেকে। ওই সময়ে ইসরায়েল লেবাননে স্থলসেনা পাঠানোর আগে ব্যাপক বিমান হামলা চালিয়েছিল।
মৃতের সংখ্যার মধ্যে বেসামরিক মানুষ এবং যোদ্ধাদের সংখ্যা আলাদা করে হিসাব করা হয়নি। ইসরায়েল বৃহস্পতিবার লেবাননে স্থল হামলায় ১২ সেনার মৃত্যুর খবর জানিয়েছে।লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে যোগাযোগ চলছে। গত মাসে ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে।সেই যুদ্ধবিরতি শুরু করতে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা শুরুর কথা বলেছে মিকাতি। তবে ওয়াশিংটন ও প্যারিস তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।