সর্বকালের সেরা ফুটবলারের বিতর্ক আলোচনা ফুটবলবিশ্বে নতুন কিছু নয়। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোও যেন সেই বিতর্ক উসকে দিতে ভালোবাসেন! কিংবদন্তি পেলে, দিয়েগো ম্যারাডোনা কিংবা লিওনেল মেসির প্রতি সম্মানের কথা জানিয়ে কয়েকদিন আগে নিজেকে ‘সর্বকালের সেরা’ বলে মন্তব্য করেছিলেন সিআরসেভেন। সেই প্রসঙ্গে এবার কথা বলেছেন আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল।
স্বদেশি সংবাদমাধ্যম ‘ইনফোব’কে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের এই মিডফিল্ডার কথা বলেছেন বিভিন্ন প্রসঙ্গে। রোনালদোর ‘সর্বকালের সেরা’ মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ডি পল বলেন, ‘আমি কোনো বিতর্ক চাই না, তাই এই উত্তরটি আমার মনে হয় কৌশলী হয়ে দিতে হবে। আমার মতে, যারা খেলাটি সম্পর্কে জানে এবং খবর রাখে, তাদের কাছে মেসির মতো সেরা আর কোনো নম্বর টেন থাকতে পারে না। সে যা করেছে, তার যত অর্জন আছে এবং সাধারণ মানুষের কাছে যেভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে (তুলনাহীন)।’
মেসিকে সকল পরিসংখ্যানের ঊর্ধ্বে বলেও মনে করেন ডি পল। রোনালদোর সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি বলেন, ‘তার (মেসি) টাইটেল (শিরোপা) কিংবা এমন কিছু নিয়ে কথা না–ই বলি, কারণ তার উপস্থিতিটা এমন যে, তাকে দেখতে মানুষ যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। সে কীভাবে ডিফেন্ডারকে বোঁকা বানায়, কীভাবে সতীর্থকে বল বাড়িয়ে দেয়, এসব দেখতেই ভক্তরা উদগ্রীব থাকে। লিও হচ্ছে শিল্প। আরেকজন (রোনালদো) হচ্ছে চরম প্রতিদ্বন্দ্বী প্রাণী, দুর্দান্ত গোল স্কোরার। কিন্তু ১০ নম্বর জার্সিধারী (মেসি) একজন নিখুঁত শিল্পী।’
বর্তমানে অর্জনের দিক থেকে ফুটবল বিশ্বে সবচেয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার আর্জেন্টাইন মহাতারকার। ইতিহাসের সর্বোচ্চ ৪৬টি ট্রফি জিতেছেন মেসি। এর মধ্যে তার দখলে রয়েছে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা, ১২টি লিগ টাইটেল (১০ লা লিগা ও দুটি ফরাসি লিগ ওয়ান) এবং চারটি চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। এ ছাড়া ব্যক্তিগতভাবেও সর্বোচ্চ ৮টি ব্যালন ডি’অর এবং তিনটি ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন এলএমটেন।
অন্যদিকে, রোনালদো পেশাদার ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছেন। এখন পর্যন্ত ফরোয়ার্ড ৯২৪টি গোল করেছেন সৌদি ক্লাব আল-নাসরের এই তারকা ফরোয়ার্ড। জিতেছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগ। পর্তুগালের হয়ে ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন রোনালদো।
কয়েকদিন আগে সর্বকালের সেরা ফুটবলার (গোট) প্রসঙ্গে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল চিরিঙ্গাতো’কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি মনে করি এখন পর্যন্ত খেলা ফুটবলারদের মধ্যে আমিই সবচেয়ে কমপ্লিট খেলোয়াড়। এটি আমার মতামত। মানুষের পছন্দ বা রুচি নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে আমার মতে এটি আমি। ফুটবলে (মাঠে) আমি সবকিছুই করেছি। আমি ভালো হেড দিতে পারি, সেট-পিসেও ভালো, বাঁ-পায়েও শট নেওয়ার সামর্থ্য আছে, আমি গতিসম্পন্ন, শক্তিশালী এবং ভালো লাফ দিতে পারি।’