পেলে, দিয়েগো মারাদোনা বা লিওনেল মেসি–তাদের চেয়েও নিজেকে ‘পরিপূর্ণ ফুটবলার’ মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাংবাদিক এডু আগুয়েরের কাছে দেওয়া এক সাক্ষাতকারে নিজের গোলের পরিসংখ্যান তুলে ধরে এই দাবি করেন তিনি।
সর্বকালের সেরা কে এমন প্রশ্ন ছুটে গিয়েছিল মেসির দিকেও। ২০২৩ সালে ব্যালন ডি’অর জেতার পর এক সাংবাদিক বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকাকে প্রশ্ন করেছিলেন, ‘লিওনেল মেসি কি পৃথিবীর সেরা ফুটবলার।’
এই প্রশ্নের জবাবে বিনয়ের প্রতিমূর্তি হয়ে মেসি বলেছিলেন, ‘আমি সবসময়ই বলেছি, আমি ইতিহাসের সেরা ফুটবলার কি না জানি না। আমি নিজেকে কখনো এই প্রশ্নটি করি না বা এভাবে ভাবি না। আমাকে যে পৃথিবীর সেরা ফুটবলারদের একজন হিসেবে গণ্য করা হয় এই বিষয়টিই আমার জন্য উপহারের মতো। এটা নিশ্চিতভাবেই বিশেষ কিছু।’
‘বিশ্বের সব প্রান্তে সবাই ছোটবেলা থেকে ফুটবল খেলা শুরু করে। প্রত্যেকটি বাচ্চাই চায় বড় হয়ে ফুটবলার হতে, পেশাদার হতে। এর পরও ইতিহাসের সেরাদের একজন হিসেবে যখন আমার নাম নেওয়া হয়- এটাই আমার কাছে সম্মানের। আমি এটি শুনে গর্ববোধ করি’-যোগ করেন আর্জেন্টিনার ‘নাম্বার ১০’।