ডিপিএলে বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই ব্যাটারের বিরুদ্ধে ইচ্ছাকৃত আউট হয়ে ম্যাচ হেরে যাওয়ার অভিযোগ উঠেছে। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাত্র ১৭৮ রান তাড়া করতে নেমে শাইনপুকুর ৫ রানে হারে।
ওই ঘটনায় তদন্ত শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে, বোর্ড দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে স্থির আছে এবং ডিপিএলের বিতর্কিত ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।
বিবৃতিতে বিসিবি বলেছে, ‘খেলায় সততা এবং সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখতে বিসিবি বদ্ধপরিকর। খেলাধুলার চেতনার সঙ্গে আপস করতে পারে এমন যেকোনো ধরনের দুর্নীতি বা অসদাচরণের প্রতি বোর্ডের জিরো-টলারেন্স নীতি রয়েছে।
বিসিবি দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) এবং লিগের টেকনিক্যাল কমিটি এরই মধ্যে (ডিপিএল) ম্যাচ নিয়ে যে অভিযোগ উঠেছে তার তদন্ত শুরু করেছে। বিসিবি এর আওতাধীন সকল ক্রিকেটীয় কার্যক্রমে ন্যায্যতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ও তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
অভিযোগ ওঠা ম্যাচে গুলশানের বিপক্ষে শাইনপুকুরের দুই ব্যাটার ইচ্ছাকৃত আউটের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, শাইনপুকুরের এক ব্যাটার ডাউন দ্য উইকেটে এসে বল খেলার চেষ্টা করে ব্যর্থ হয়ে স্টাম্পিং হন। তার ক্রিজে ফিরে যাওয়ার কোন চেষ্টা ছিল না।
এরপর শেষ ব্যাটার মিনহাজুল আবেদিন ডাউন দ্য উইকেটে আসেন। ক্রিজে ফিরে যাওয়ার যথেষ্ট সময়ও পান। গুলশানের উইকেটরক্ষক দ্রুত বল ধরে স্টাম্পিং করতে পারেননি। এটা দেখে ব্যাটার মিনহাজুল পপিং ক্রিজে ব্যাট দিতে গিয়েও ব্যাট সরিয়ে আনেন এবং বাইরে ব্যাট ছোঁয়ান। তিনি আউট হলে হেরে যায় শাইনপুকুর। এই ঘটনায় সাবেক-বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিরস্কার জানিয়েছেন।