বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি যাওয়া ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন (বোম্ব ক্যালরিমিটার) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে ঢাকার যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকার দরবার শরীফ রোডের হারুন অর রশিদের মালিকানাধীন একটি ভবন থেকে মেশিনসহ তাদের আটক করে পুলিশ।আটকরা হলেন পিরোজপুর সদরের নরখালী গ্রামের নুরুল আলমের ছেলে রাব্বি ইসলাম ওরফে গোলাম রাব্বি (২৪), ফকিরহাট উপজেলার খাজুরা লখপুর গ্রামের শামসুল আলমের ছেলে আ. করিম (২৭), রামপাল উপজেলার চিত্রা গ্রামের প্রকাশ শীলের ছেলে কার্তিক শীল (২৫) ও বর্ণিত গ্রামের বাচ্চু শেখের ছেলে বাদশা শেখ (২৩)।শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন।সংবাদ সম্মেলনে বলা হয়, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তালাবদ্ধ একটি কক্ষ থেকে ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন চুরি হয়। এ ঘটনায় গত ১৬ জানুয়ারি রামপাল থানায় একটি মামলা করেন তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মো. অলিউল্লাহ। পরে বাগেরহাট পুলিশ সুপারের নির্দেশনায় বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।একপর্যায়ে প্রাথমিকভাবে কয়েকজনকে শনাক্ত করে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মেশিনটি চুরির কথা স্বীকার করেন। পরে ঢাকার যাত্রাবাড়ী থানার কোনাপাড়ার এলাকার একটি বাড়ি থেকে মেশিনটি উদ্ধার করা হয়।ওসি শামসুদ্দিন বলেন, আটক চারজনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আদালতে তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। এ ঘটনার সঙ্গে আরও কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের চুরি যাওয়া অর্ধকোটি টাকার মেশিন উদ্ধার
সিনিয়র এডিটর
Leave a comment
সর্বশেষ
- Advertisement -