রায়হান রাফী এবার জোট বেঁধেছেন জিতের সঙ্গে। তার নির্দেশনায় ‘লায়ন’ নামের একটি ছবিতে দেখা যাবে টলিউড সুপারস্টারকে। সঙ্গে আছেন ঢালিউড অভিনেতা শরিফুল রাজ। এরপর থেকেই প্রশ্ন, তবে কি পর্দায় খল চরিত্রে দেখা যাবে রাজকে?
বিষয়টি নিয়ে কথা বলেছেন রাফী। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘লায়ন’ নায়ক-ভিলেনের ছবি নয়। এখানে জিৎ-রাজ দুজনেই সমান্তরাল নায়করূপে থাকছেন। নির্মাতা আরও জানান, দুই নায়ক দুই ইন্ডাস্ট্রির হলেও নায়িকারা থাকছেন ঢালিউড থেকে। সেটিও শিগগিরই জানান দেবে নির্মাণ পক্ষ। কারণ, ডিসেম্বরে ‘লায়ন’ নামছে শুটিং মাঠে, সেই বিষয়টি চূড়ান্ত।
এদিকে ছবিটি নিয়ে জিৎও বেশ আশাবাদী। তিনি বলেন, ‘রায়হান রাফী, শ্যাম সুন্দর দের সঙ্গে এই কাজটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আমাদের তিনজনের লক্ষ্য একটা ভালো ছবি বানানো। রাফির ছবি আমি দেখেছি। একজন প্রতিভাবান পরিচালক। এই গল্পটাকে রাফি যেভাবে লিখেছেন, তাতে ছবিটা খুব ইন্টারেস্টিং হবে। আমরা চেষ্টা করছি, সামনের ঈদে যাতে ছবিটা দর্শকের সামনে আসে।’
চলতি বছর শুরু হবে ‘লায়ন’-র শটিং। আসছে রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন রাফী।