দোকানে গিয়ে মাপ বুঝে জুতা কেনা যায়। তবে অনলাইন থেকে জুতা কিনতে গিয়ে সঠিক মাপ বুঝতে সমস্যা হয়।
কারণ জুতার মাপ প্রতিষ্ঠান ভেদে একেকরকম হতে পারে।
এক্ষেত্রে একমাত্র সমাধান হল নিজের পায়ের পাতার সঠিক মাপ বের করা।
এই বিষয়ে ‘নাওট ফুটওয়্যার’য়ের সভাপতি অ্যাইলেট ল্যাক্স লেভি রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “সঠিক জুতা পরা শুধু আরামই দেয় না বরং পায়ের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি দেহভঙ্গি ঠিক রাখতেও সাহায্য করে।”
মাপের চেয়ে ছোট জুতা পরলে পায়ে ব্যথা হয়, আবার বড় পরলে হতে পরে কোমর ও নিতম্বে ব্যথা।
জুতার জন্য পায়ের সঠিক মাপ বের করার জন্য যা যা লাগবে
- পায়ের পাতার চাইতে বড় কাগজ।
- আটকানোর জন্য টেপ।
- পেন্সিল।
- স্কেল বা মাপার ফিতা।
- মোজা।
যেভাবে মাপ নিতে হবে
প্রথমে কাগজটা কোনো শক্ত সমান জায়গায় যেমন- মেঝেতে বিছিয়ে টেপ দিয়ে ভালোমতো আটকে নিতে হবে।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর নিবাসি ‘সেলিব্রেটি শু স্টাইলিস্ট’ এরিকা মিশেল বলেন, “কাগজ অবশ্যই শক্ত করে আটকাতে হবে যাতে সরে না যায়।”
এবার মোজা পরে, চেয়ারে বসে কাগজের ওপর শক্তভাবে পা রাখতে হবে। তারপর পেন্সিল সোজাভাবে ধরে পায়ের পাতার চারপাশ ঘুরিয়ে এঁকে নিতে হবে পায়ের পাতা।
এবার নিতে হবে মাপ। আর সেটা ইঞ্চি বা সেন্টিমিটারে হতে হবে।
লম্বালম্বি: পায়ের যে আঙ্গুল সবচেয়ে বড় সেটার আগা থেকে গোড়ালি পর্যন্ত মাপ নিতে হবে। সবসময় যে বুড়ো আঙ্গুল বড় হবে এমন কোনো বিষয় নেই।
চওড়া: পায়ের পাতার সব থেকে চওড়া অংশের মাপ নিতে হবে। সাধারণত আঙ্গুলগুলো সেখান থেকে শুরু সেটার একটু ওপরের অংশটাই হয় পায়ের পাতার বিস্তৃত অংশ।
একই পদ্ধতিতে অন্য পায়ের পাতারও মাপ নিতে হবে।
মিশেল বলেন, “সাধারণত এক পায়ের পাতা থেকে অন্য পায়ের পাতা আকারে সামান্য বড় হয়। তাই দুই পায়ের পাতার মাপই নেওয়া ভালো।”
জুতার সঠিক মাপ বের করা
মিশেল বলেন, “মাপ বের করার পর সেটা ফোনে বা ডায়রিতে টুকে রাখুন। যখনই কোনো জায়গা থেকে জুতা কিনবেন সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া জুতার মাপের সাথে নিজের পায়ের মাপ মিলিয়ে নিন। আর সেটা বুঝে জুতা কেনার চেষ্টা করুন।”
“বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠান ভেদে জুতার মাপ ভিন্ন হয়। তবে ইঞ্চি বা সেন্টিমিটারে আপনার নিজের পায়ের পাতার মাপ বের করা থাকলে সেটা মিলিয়ে সঠিক মাপ জানতে পারবেন বলে আশা করা যায়”- মন্তব্য করেন মিশেল।