অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সে বিষয়ে নজর রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজশাহীতে তিনি বলেন, ‘ডেভিল অর্থ শয়তান। যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। ছোট শয়তান, বড় শয়তান বলে কোনো ভেদাভেদ নেই। আমাদের জালে যে আসবে তাকেই ধরা হবে। কেউ ছাড় পাবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। প্রথমদিনই পাঁচজনকে আটক করা হয়েছে। অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে।’
রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে আজ সোমবার দুপুরে মতবিনিময় শেষে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিকদের আগ্রাসন প্রতিহত করায় তাদের ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনাদের এবং চাঁপাইনবাবগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে পার্শ্ববর্তী দেশকে জবাব দিয়েছেন। তারপরও আমি বলব, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। এটা আইনশৃঙ্খলা বাহিনীই দেখবে। কিন্তু ওই সময় যারা এগিয়ে এসেছেন তারা ভাল কাজই করেছেন।’
চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফিরে পাবেন কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কেউ যদি দোষী হয়ে চাকরি হারায় তাদের কি ফেরানো উচিত? আপনারা যদি না বলেন তাহলে আমিও না বলব। যদি নির্দোষ হয়ে থাকে, সেটা তো আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে।’