ম্যানচেস্টার সিটির নজরে ছিলেন জামাল মুসিয়ালা, নিজে চাইতেন বার্সেলোনায় যেতে। তবে আগামী পাঁচ বছরে সেটি হচ্ছে না। ২১ বর্ষী জার্মান তারকাকে ২০৩০ সাল পর্যন্ত রেখে দিয়েছে বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ।
প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি থেকে ২০১৯ সালে ১৬ বছর বয়সে বায়ার্নে যোগ দেন মুসিয়ালা। ২০২৬ সাল পর্যন্ত বাভারিয়ানদের সঙ্গে চুক্তি ছিল। তবে চুক্তি ফুরানোর আগেই তাকে আবারও চুক্তিবদ্ধ করে নিয়েছে বায়ার্ন।
চুক্তির বিষয়টি নিশ্চিত করে মুসিয়ালা বলেন, ‘সত্যিই খুব খুশি। বায়ার্ন বিশ্বের অন্যতম বড় ক্লাব। এখানে পেশাদার ফুটবলে আমার হাতেখড়ি হয়েছে। বিশ্বাস করি, আমরা আগামী বছরগুলোতে এই ক্লাবের সঙ্গে বড় কিছু অর্জন করতে পারবো। সামনে যা কিছু আসবে, তার জন্য আমি রোমাঞ্চিত।’
বায়ার্নের হয়ে ১৯৩ ম্যাচে ৫৮টি গোল করেছেন মুসিয়ালা। ২১ বর্ষী প্রতিভাববান তারকার ঝুলিতে আছে ৩৮টি অ্যাসিস্ট। গত মৌসুমে ১৩ গোল করে দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।
মুসিয়ালা বায়ার্ন ক্যারিয়ারে এখন পর্যন্ত চারটি বুন্দেসলিগা শিরোপা এবং আরও পাঁচটি বড় শিরোপা জিতেছেন। সামনে হয়ত ভবিষৎ তারকার জন্য আরও কিছু অপেক্ষা করছে।