রোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোসহ সরকার ও প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামি বক্তা মুফতি কাজী মো. ইব্রাহীমকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটের উপপরিদর্শক মো. হাসানুজ্জামান এই রিমান্ড আবেদন করেন।
এ দিন বিকেল সাড়ে ৩টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি হবে।
এর আগে সোমবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। এরপর মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/৩১/৩৫ ধারায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়। সেই মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হলো।
এছাড়াও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একই থানায় আরেকটি মামলা হয়েছে।