রাজধানীর বনশ্রীতে চালু হল দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ এর নতুন আউটলেট। বনশ্রী সি ব্লকের চার নাম্বার রোডের এই আউটলেট উদ্বোধন করলেন জনপ্রিয় কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন ইমন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যা সিনহা মিম বলেন, “দেশব্যাপী হারল্যান স্টোর বাংলাদেশের মানুষের কাছে ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আউটলেট গুলোতে বিভিন্ন রেঞ্জের বিশ্বমানের অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার এবং হোমকেয়ার পণ্য এক ছাঁদের নিচে পাওয়ার কারণে উচ্ছ্বসিত ক্রেতারাও। ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান স্টোর।”
এ সময় মিম আরও বলেন, হারল্যান স্টোর থাকাতে এখন হাতের নাগালেই নিওয়, লিলি, হারল্যান, সিওডিল এবং ব্রেইজ ও স্কিনের মত প্রিমিয়াম কোয়ালিটির অথেনটিক সব প্রোডাক্ট পাওয়া সহজ হয়েছে। এছাড়াও টাইলক্স, অরিক্স, একনল এর মত দৈনন্দিন ব্যবহারিক হোম কেয়ার পণ্যও রয়েছে এখানে।”উদ্বোধনী এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাস সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এ সময় নায়ক ইমন বলেন, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। আমরা আশা করি আগ্রামীতে দেশের সব খানেই হারল্যান স্টোরের বিস্তৃতি ঘটবে।