প্রথমবারের মত অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। একটি নতুন সিনেমায় জুটিবদ্ধ হচ্ছেন তারা। সিনেমার নাম ‘প্রহেলিকা’। সিনেমাটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী।
সর্বশেষ ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে একটি নাটক করলেও আর সিনেমায় দেখা যায়নি মাহফুজকে। তবে বুবলী ঢাকার সিনেমার নিয়মিত ব্যস্ত নায়িকা।
শবনম বুবলী বলেন, ‘চয়নিকা আপা যখন আমার সঙ্গে যোগাযোগ করলেন, আমি অনেক খুশি হয়েছিলাম। আমি একজন মেয়ে হিসেবে চয়নিকা আপার জন্য গর্ব করি। তার কাজের আলাদা একটা স্টাইল আছে। আর মাহফুজ ভাইয়ের অভিনয়ের বিষয়টি আমি জানতাম না। দিদি শুধু বলেছিলেন যে, তোমার জন্য একটি সারপ্রাইজ আছে। যখন ভাইয়ার নাম জানতে পারলাম তখন তো আমি রীতিমত অবাক। কারণ, ছোটবেলা থেকেই মাহফুজ ভাইয়ের অভিনয়ের বড় ভক্ত আমি। তার অভিনয়, তার লুক, তাঁর এক্সপ্রেশন—ভক্তদের কাছে স্বপ্নের মতো। এটি আমার জন্য বড় পাওয়া।’
জানা গেছে, জুনের ১ তারিখ থেকে ছবিটির শুটিং শুরু হতে পারে। এর গল্প, চিত্রনাট্য, সংলাপ—সবগুলোই লিখেছেন পান্থ শাহরিয়ার।
পিএসএন/এমঅাই