ভারতের মধ্য প্রদেশের জবলপুর থেকে তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদগামী বিমানে রবিবার বোমাতঙ্ক ছড়ায়। পরে মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। তার পরই সেই বিমানে তল্লাশি অভিযান চালান নিরাপত্তাকর্মীরা। যদিও সন্দেহজনক কোনো বস্তু মেলেনি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, এ দিন জবলপুর থেকে ইন্ডিগোর ৬ই ৭৩০৮ বিমানটি হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝ আকাশেই ওই বিমানে বোমাতঙ্ক ছড়ায়। তাড়াহুড়া করে পাইলট নাগপুর বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিএস) সঙ্গে যোগাযোগ করেন।
পুরো বিষয়টি জানানো হয়। এটিএসের কাছ থেকে সবুজ সংকেত মিলতেই নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।এরপর বিমানবন্দরে অবতরণের পরই বিমানটি খালি করে দেওয়া হয়। যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে।ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের সদস্যরা পৌঁছে বিমানে তল্লাশি চালান।বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, বিমানের মধ্যে কোনো সন্দেহজনক বস্তু খুঁজে পাওয়া যায়নি। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। ইন্ডিগো কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। তারা যাত্রীদের সব রকম সহায়তা করা হয়েছে বলে জানিয়েছে।
আনন্দবাজার বলছে, কয়েক মাস ধরে দেশজুড়ে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় এমন বোমা মেরে উড়িয়ে দেওয়ার ই-মেইল পাঠানো হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই প্রেরকদের নিশানায় থাকছে বিমানবন্দর, হাসপাতাল ও স্কুল। তবে প্রায় সব ক্ষেত্রেই শেষ পর্যন্ত কিছুই মেলেনি।