ইউক্রেনের অনুরোধে রাশিয়ার রাজধানী মস্কোর আঞ্চলিক কার্যালয় বন্ধ করে দেওয়ার বিষয়ে ভাবছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র সদস্য দেশগুলো আগামী সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেবে। ওই প্রস্তাবে মস্কোতে অবস্থিত সংস্থাটির অন্যতম বড় আঞ্চলিক কার্যালয় বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
সংবাদ সংস্থা ‘রয়টার্স’ এর কাছে আসা এ সংক্রান্ত নথি থেকে বিষয়টি জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘আল-জাজিরা’ও রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, খসড়া প্রস্তাবটি মূলত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকেরা প্রস্তুত করেছেন। প্রস্তাবটি চলতি সপ্তাহে ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। ইউক্রেনের অনুরোধের ভিত্তিতে তুরস্ক, ফ্রান্স, জার্মানিসহ অন্তত ৩৮টি সদস্য দেশ এ প্রস্তাবে স্বাক্ষর করেছে।
খসড়া প্রস্তাবের মধ্যে ইউক্রেনে স্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থার কথা উল্লেখ করা হয়েছে এবং দেশটিতে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের নিন্দা করা হয়েছে।
আরও বলা হয়েছে, রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের ফলে ইউক্রেনে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে; স্বাস্থ্য সেবায় ব্যাঘাত ঘটিয়েছে, দীর্ঘস্থায়ী রোগ থেকে মৃত্যুর ঝুঁকি বেড়েছে, সংক্রামক রোগের ঝুঁকি বেড়েছে এবং ইউক্রেনসহ আশপাশের অঞ্চল এবং তার বাইরে রেডিওলজিক্যাল ও রাসায়নিক দুর্ঘটনা ঘটেছে।
রয়টার্স জানিয়েছে, প্রস্থাবটিতে রাশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ের সব বৈঠক স্থগিত করার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। আগামী মঙ্গলবার খসড়া প্রস্তাবটি নিয়ে বসবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলো। সূত্র: রয়টার্স, আল-জাজিরা
পি এস/এন আই