বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এ সুবিধা কেবল জেলা পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কোনো ব্যক্তি যদি জেলার মধ্যে কেন্দ্র পরিবর্তন করতে চান তাহলে অধিদপ্তর সেটির অনুমতি দেবে না।
মঙ্গলবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন কারণে ভ্যাকসিন গ্রহীতাদের অনেকের পক্ষেই কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজ প্রাপ্তির স্থান থেকে বুস্টার ডোজের ভ্যাকসিন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ভিন্ন জেলায় অবস্থানকালে জেলা পরিবর্তন করে সুবিধামতো যেকোনো ভ্যাকসিনেশন কেন্দ্র হতে বুস্টার ডোজের ভ্যাকসিন প্রদান করা যাবে। তবে একই জেলার মধ্যে কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে নির্দেশনাটি প্রযোজ্য নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্যাকসিনেশন কার্ড প্রদর্শন সাপেক্ষে বুস্টার ডোজ প্রদান করতে হবে এবং কিউআর কোড স্ক্যান করে তথ্য সুরক্ষা ওয়েব পোর্টালে হালনাগাদ করতে হবে। ইতোমধ্যে প্রদত্ত ভ্যাকসিনের যেসব তথ্যাদি সুরক্ষা ওয়েব পোর্টালে হালনাগাদ করা হয়নি তা অনতিবিলম্বে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।
এর আগে গতকাল সোমবার প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক ডা এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, এটা (টিকাকেন্দ্র বদলানো) আগে ছিল, মাঝে কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের সুপারিশে। এখন আবার অনেকেই এ ধরনের সমস্যায় পড়েছেন। তাদের জন্য টিকা কেন্দ্র পরিবর্তনের সুযোগ আবার দেওয়া হবে কি না সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ভাববে।
পিএসএন/এমঅাই