বিভিন্ন ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাৎকারী, ১৫ মামলায় সাজাপ্রাপ্ত ও ৩০ মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা-পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, হারুনুর রশিদ ডবলমুরিং থানার ৮টি মামলায় ও হালিশহর থানার ৭টি মামলায় সাজাপ্রাপ্ত এবং ওই দুই থানার ৩০ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি চট্টগ্রাম থেকে মতিঝিলের দিলকুশা এলাকায় এসে আত্মগোপন করেন। তাকে গ্রেপ্তারের জন্য ডবলমুরিং থানা থেকে মতিঝিল থানাকে অনুরোধ করা হয়। এরপর মতিঝিল থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিলকুশা এলাকায় তার অবস্থান শনাক্ত করে।