বিপিএল ১১তম আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে ঢাকা ক্যাপিটালস। তবে একটিতেও দেখা যায়নি সাব্বির রহমানকে। একাদশে তার অনুপস্থিতির কারণ শুধুই দলের কম্বিনেশন নয়, বরং শৃঙ্খলাভঙ্গ।
গত ১ জানুয়ারি দলের অনুশীলনে হাজির ছিলেন না সাব্বির। এ ঘটনার পরই ঢাকা ক্যাপিটালস তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করেছেন, এই অনুপস্থিতির কারণেই তাকে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলানো হয়নি।
সোমবার অনুশীলন শেষে সুজন বলেন, ‘সাব্বিরকে আমরা কম্বিনেশনের কারণে খেলাতে পারিনি। তবে এর বাইরেও কিছু ইস্যু ছিল। ১ তারিখে সে অনুশীলনে আসেনি, যা আমাদের টিম ডিসিপ্লিনের বিরোধী। এই কারণেই ২ তারিখের ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি।’
সুজন আরও বলেন, ‘কিছু বিষয় আড়ালে থাকে। ম্যাচের আগের দিন অনুশীলন না করলেও আমি চাই প্রতিটি ক্রিকেটার অন্তত ড্রেসিংরুমে উপস্থিত থাকুক। সাব্বিরের ক্ষেত্রে সেটা হয়নি, যা আমাদের জন্য শকিং।’
তবে সুজন জানিয়েছেন, আগামীকাল রংপুর রাইডার্সের ম্যাচ থেকে সাব্বিরের খেলার সম্ভাবনা আছে, ‘সাব্বির ভালো ক্রিকেটার। আশা করি, কালকের ম্যাচ থেকে ওকে খেলাতে পারব এবং আশা করি সে তার সেরাটা খেলবে। একজন অভিজ্ঞ ক্রিকেটারর অভাব আছে আমাদের মিডল অর্ডারে। সাব্বিরের অন্তর্ভুক্তি আমাদের জন্য খুব ভালো হবে।’
সাব্বির নিজেও ভুল স্বীকার করেছেন বলে জানান সুজন। তিনি বলেন, ‘সাব্বির অনুধাবন করেছে যে তার ভুল হয়েছে। সে বলেছে, ‘সুজন ভাই, ভুল করেছি, আপনি রাগ করবেন না।’ আশা করি, সে দলের প্রতি দায়বদ্ধ থেকে সিনিয়র ক্রিকেটারের মতো আচরণ করবে।’
ঢাকা ক্যাপিটালসের কোচের এই বক্তব্যে স্পষ্ট, শৃঙ্খলার ক্ষেত্রে আপস না করলেও সাব্বিরের ওপর এখনও আস্থা রাখছেন টিম ম্যানেজমেন্ট। এখন দেখার বিষয়, পরবর্তী ম্যাচে তিনি দলে থাকেন কি না, থাকলেও কেমন পারফর্ম করেন।