বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রায় সব আসরেই দেখা যায় ইংলিশ ক্রিকেটার ডেভিড মালানকে। চলতি আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসেছেন ইংলিশ এই ক্রিকেটার। রোববার কুমিল্লার দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মালান জানালেন তিনি বিপিএল সবসময় উপভোগ করেন।
এ সময় মালান বলেন, ‘আমি বিপিএলে খেলা সব সময়ই উপভোগ করি। আমি যেসব টুর্নামেন্ট শুরুর দিকে খেলেছি এর মধ্যে বিপিএল অন্যতম। এতা আমাকে সিঁড়ি তৈরি করে দিয়েছে। এই টুর্নামেন্ট আমাকে খেলাটাকে বুঝতে সাহায্য করেছে। শুধু বিপিএল নয় ঢাকা প্রিমিয়ার লিগও অনেক সাহায্য করেছে, দুটি টুর্নামেন্টই আমার খেলার উন্নতিতে ভূমিকা রেখেছে। যখনই বাংলাদেশে খেলার সুযোগ আসে আমি হাতছাড়া করতে চাই না।’
এছাড়া বিপিএলে মান বেশ ভালো দাবি করে মালান বলেন, ‘আমার মনে হয় বিপিএলের মান বেশ ভালো, টুর্নামেন্টটি ভালো এবং আমি মনে করি এটা সব সময়ই তরুণ ইংলিশ ক্রিকেটারদের জন্য একটি বিশেষ ধাপ কিন্তু এখন অনেক নতুন আরও টুর্নামেন্ট চলে এসেছে। বিপিএল যদি নিজেদের মান নিশ্চিত করে এই ক্রিকেটারদের আকর্ষণ করতে পারে তাহলে অনেক ক্রিকেটার এখানে আসবে।’
মালান শুরুর বিপিএলকে স্মরণ করে আরো বলেন, ‘আমার মনে আছে শুরুর দিকে আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি, সুনীল নারিন ও কাইরন পোলার্ডরা একই দলে খেলেছে। তাদের বিপক্ষে খেলা অসাধারণ একটি ব্যাপার ছিল। এটা আইপিএলের দলের মতো ছিল। মান সম্পন্ন বিদেশি খেলোয়াড় সব সময়ই আছে। অন্য লিগের সঙ্গে পাল্লা দিয়ে মান সম্পন্ন ক্রিকেটার নিয়ে আসাই বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য চ্যালেঞ্জ।