বোলিংয়ের মতো ব্যাটিংয়েও ব্যর্থ বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রীতিমতো বিপদেই আছে মুমিনুল হকের দল। হারিয়ে ফেলেছে পাঁচ উইকেট।
দ্বিতীয় দিনের চা বিরতির কিছুক্ষণ আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে রীতিমতো হতাশ করেছেন বাংলাদেশের ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে ৮ বলে মাত্র ৭ রান করে সাজঘরে ফেরত যান ওপেনার সাদমান ইসলাম।
শততম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়া নাঈম শেখ ফিরে যান ডাক মেরে। এরপর বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসও।
চা বিরতির আগেই ৪ রান করে নাজমুল হোসেন শান্ত ও শূন্য রানে ফেরেন মুমিনুল হক। আর এই বিরতির পর ১৮ বলে ৮ রান করা লিটনও আউট হন। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট তিন ও টিম সাউদি নিয়েছেন দুইটি উইকেট।
এখন লড়াই চালিয়ে যাচ্ছেন ইয়াসির আলি রাব্বিও ও নুরুল হাসান সোহান। ১১ রান করে সোহান ও ১৮ রানে অপরাজিত আছেন ইয়াসির।
পিএসএন/এমঅাই