বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ফুটবল সংগঠক তাবিথ আউয়াল। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ব্যবসায়ী তাবিথ সোমবার সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন। আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হওয়ার কথা।
তাবিথ জানান, তিনি ফুটবল খেলেছেন, ফুটবল সংগঠন হিসেবে কাজ করে চলেছেন। দুই মেয়াদে স্বতন্ত্র নির্বাচক করে বাফুফের সহ-সভাপতি হয়েছেন। যার অর্থ তিনি ফুটবলের সঙ্গে ছিলেন। এবার তিনি সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। অক্টোবরের শুরুতে প্রার্থীতা দাখিল ও মনোনয়ন পেলে ফুটবল নিয়ে কী কাজ করতে চান তা ইশরেহার আকারে জানাবেন।
ফুটবলকে এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করে তাবিথ বলেন, ‘নারীরা যখন সাফ চ্যাম্পিয়ন হলো, অনেক ব্র্যান্ড চুক্তি করতে এগিয়ে এসেছিল। তেমনি ছেলেদের ফুটবলে ভালো করলে, র্যাঙ্কিংয়ে উন্নতি হলে, ফুটবলের ব্র্যান্ড সামনে এগিয়ে নেওয়া সম্ভব। সব শেষ হয়ে গেছে এটা বলা ঠিক হবে না। ফুটবলকে পরবর্তী ধাপে নেওয়ার জন্য যা করা দরকার করবো।’
তাবিথ বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি জানিয়েছেন, তার রাজনীতি এবং ক্রীড়ানীতি এক হবে না। এছাড়া বাফুফে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার আশা করছেন তিনি এবং প্রতিদ্বন্দ্বীদের স্বাগত জানিয়েছেন। এর আগে রুহুল আমিন তরফদার বাফুফে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনিও ক্রীড়া সংগঠক। জেলা ও বিভাগীয় ফুটবল পরিচালনায় অর্থ খরচ করেছেন। তাকে সমর্থনও দিয়েছেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাবেক সাফ জয়ী ফুটবলার আমিনুল ইসলাম।
তাবিথ জানান, তিনি সংগঠন হিসেবে শুধু ফুটবলের সঙ্গে জড়িত। ভক্ত হিসেবে, স্পন্সর হিসেবে পাশে দাঁড়িয়ে তিনি ফুটবলের সঙ্গে আছেন। অন্য স্পোর্টসে ভূমিকা রাখার তার সুযোগও নেই। প্রতিদ্বন্দ্বীতার মাধ্যমে ভালো নেতা বেরিয়ে আসেন। প্রতিদ্বন্দ্বীতার মাধ্যমে জিতে আসতে চান তিনি।