বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের অবদান অনেক। সাফল্য-অর্জনে তারা পুরুষদের চেয়ে পিছিয়ে নেই। যদিও সম্মান-অর্থ কড়িতে অনেকাংশেই পিছিয়ে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি–এর মাধ্যমে ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ক্রীড়াঙ্গনের অংশীজন সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। যেখানে সাবেক-বর্তমান খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংগঠকরা উপস্থিত ছিলেন। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এই উদ্যোগে সহযোগিতা করেছে।
খেলাধুলায় নারী ও তরুণদের নানা সমস্যা ও অনগ্রসরতার নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্রীড়া লেখক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক ও সকালসন্ধ্যা ডটকমের সিনিয়র রিপোর্টার বদিউজ্জামান মিলন। তার প্রবন্ধের ভিত্তিতে ভারোত্তলক মাবিয়া আক্তার সীমান্ত, নারী ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটন, সাবেক শ্যুটার সাবরিনা সুলতানা, শারমিন আক্তার রত্না, হ্যান্ডবল দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার, নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা অনন্যা, স্কোয়াশ কোচ মারজান আক্তার, সাংবাদিক নীলা হাসান এবং খেলবেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও গতিতেই সুস্বাস্থ্য প্রচারণার বাস্তবায়ন সহযোগী কাজী সাবির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. সামন হোসেন।
ক্রীড়াঙ্গনের অংশীজন সম্মিলন থেকে সামিট ডিক্লারেশন উপস্থাপন করেন ক্রীড়া লেখক সমিতির সিনিয়র সদস্য ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা। যেখানে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি অলিম্পিক চার্টার মেনে প্রতিটি ক্রীড়া ফেডারেশন-সংস্থা, বিভাগ-জেলা-উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেইসঙ্গে নারী ও পুরুষ অ্যাথলেটদের মধ্যে বেতন বৈষম্য ধাপে ধাপে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। নারীদের দলগত বা ব্যক্তিগত খেলায় নারী ম্যানেজার নিশ্চিত করার দাবি তোলা হয়েছে। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি এই দাবি ক্রীড়া নিয়ন্ত্রণ ও সিদ্ধান্তগ্রহণকারী প্রতিষ্ঠান ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কাছে তুলে ধরবে।
সবশেষে সবাই মিলে ক্রীড়াবিদদের জন্য, খেলার পরিবেশ ও খেলার সংস্কৃতিভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে শপথ পাঠ করান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, দাবায় নারী জাতীয় চ্যাম্পিয়ন ওয়ালিজা আহমেদ ও জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন সাদিয়া রহমান মৌ।
ইউএসএইডের ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইনটি খেলবেই বাংলাদেশ এবং ঢাকা ফ্লোর সহযোগিতায় আয়োজিত হচ্ছে, যা বাংলাদেশের নারীদের ক্ষমতায়নের প্রতি যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের প্রতীক। এই ক্যাম্পেইনে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, যার মাধ্যমে তরুণ-তরুণী, নারী ও ফিটনেস বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং তারকা সম্প্রদায় একত্রিত হয়ে সুস্থ জীবনযাপনকে উৎসাহিত করছে।