দেশের একমাত্র আন্তর্জাতিক মানের রকস্টার জেমস। ভালোবেসে অনুরাগীরা তাকে ‘গুরু’ বলে ডাকেন। উপমহাদেশজুড়ে অসংখ্য অনুরাগী রয়েছে তার।
দেশে-বিদেশে নিয়মিত গান করে যাচ্ছেন জেমস। সেইসঙ্গে চলচ্চিত্রে প্লেব্যাকও করছেন তার মতো করে। বলিউডের একটি চলচ্চিত্রে অভিনয় করতেও দেখা গেছে তাকে।
‘বাংলাদেশ’ শিরোনামে জেমসের একটি গান রয়েছে। তুমুল জনপ্রিয় এই গানটিতে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশকে। গুঞ্জন রয়েছে গানটি আওয়ামী লীগ সরকারের আমলে গাইতে দেওয়া হয়নি জেমসকে।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর জেমসের কণ্ঠরোধের গুঞ্জনটি চাউর হয়েছে। দাবি করা হচ্ছে, গানের কথায় ‘শহীদ জিয়া’ থাকায় গত ৮ বছরে জেমসকে তার ‘বাংলাদেশ’ গানটি অনেক কনসার্টে গাইতে দেওয়া হয়নি- এমন দাবিও করা হয়।
বিষয়টি নিয়ে জেমসের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, ‘এমন বাঁধার কথা আমরা কখনও শুনিনি। এগুলো আমরা জানিও না। যারা লিখেছেন, তাদের জিজ্ঞেস করা উচিত। আমরা যদি বলতাম, তাহলে সেটা এলিগেশন হতো। আমরা তো কখনও বলিনি।’
তিনি আরও বলেন, ‘দেশ এখন ক্রান্তিলগ্নে আছে। ছোট-খাটো বিষয়গুলো বড় করে না দেখাই ভালো। দেশকে নিয়ে আমাদের ভাবতে হবে।