প্রথম ইনিংসে পিনাক ঘোষের অসাধারণ উইলোবাজিতে ৪০২ রানে বড়সড় স্কোর গড়েছিল মুমিনুল হকের চট্টগ্রাম। জবাবে দ্বিতীয় দিন শেষে ঢাকা মেট্রো পিছিয়ে ছিল ২৭০ রানে।
শেষ পর্যন্ত অবশ্য ঢাকা মেট্রো একদম বিনাযুদ্ধে হাল ছাড়েনি। শামসুর রহমান শুভ, জাহিদুজ্জামানের জোড়া হাফ সেঞ্চুরি আর আল আমিন ও শরিফুল্লাহর একজোড়া তিরিশোর্ধ ইনিংসের ওপর ভর করে ২৬৭-তে গিয়ে ঠেকেছে ঢাকা মেট্রো।
চট্টগ্রামের ১৯ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদের স্পিন ঘূর্ণির মুখে পাল্টা জবাবে বেশি দুর যেতে পারেনি ঢাকা মেট্রো।
এতে করে চট্টগ্রাম পায় প্রথম ইনিংসে ১৩৫ রানে লিড। আজ বুধবার তৃতীয় দিন শেষ ঘন্টায় দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪৩ রান তুলে মোট ১৭৮ রানে এগিয়ে মুমিনুলের দল।
চট্টগ্রাম প্রথম ইনিংস : ৪০২/৮ ডি. (পিনাক ঘোষ ১৫৯, শাহাদাত দিপু ৫৩, ইয়াসির রাব্বী ৪৯; আরাফাত সানি ৩/১২০) ও দ্বিতীয় ইনিংসে ৪৩/১ , ১৭ ওভার (সাদিকুর রহমান ১৯ ব্যাটিং, পিনাক ঘোষ ৪, মাহমুদুল হাসান জয় ২০ ব্যাটিং)।
ঢাকা মেট্রো প্রথম ইনিংস : ২৬৭/১০ , ১০৭.২ ওভার ( শামসুর রহমান শুভ ৬৮, জাহিদুজ্জামান খান ৭১, আল আমিন ৩৪, শরিফুল্লাহ ৩৮, হাসান মুরাদ ৫/৭২, মেহেদি হাসান রানা ২/৭৪, নাইম হাসান ১/৬৯)।