নতুন বছরের আগমনী বার্তার মধ্য দিয়ে ২০২৪ সালের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। চলতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বলিউডের একাধিক তারকা বসেছেন বিয়ের পিঁড়িতে। আবার কয়েকজন তারকা রাজকীয় আয়োজনে বিয়ে করে শোরগোল ফেলেছিল গোটা দুনিয়ায়। ভারতীয় শোবিজে আলোচিত সাত বিয়ে নিয়ে আজকের আয়োজন।
ইরা-নূপুর
চলতি বছরের শুরুতেই (৩ জানুয়ারি) বিয়ে করেছেন আমির খানের মেয়ে ইরা খান ও নূপুর। প্রায় তিন বছর প্রেমের পর বিয়ে করেন তারা। মুম্বাইয়ের তাজ ল্যান্ডস হোটেলে পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয় পরিজনের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠান। মুম্বাইতে আইনি বিয়ে সারলেও ৮ জানুয়ারি উদয়পুরে হয়েছিল জমকালো বিয়ের অনুষ্ঠান। তারপর ১৩ জানুয়ারি মুম্বাইতে হয়েছে বউভাতের অনুষ্ঠান। সে অনুষ্ঠানে বলিউডের খ্যাতনামা তারকারা উপস্থিত ছিলেন।
রাকুলপ্রীত সিং-জ্যাকি ভাগনানি
দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর চলতি বছরের ২১ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন রাকুলপ্রীত সিং ও জ্যাকি ভাগনানি। এদিন বেশ জমকালো আয়োজনেই গোয়াতে বসেছিল তাদের বিয়ের আসর। রাকুল শিখ ধর্ম পালন করেন। তাই প্রথমে শিখদের নিয়ম অনুযায়ী বিয়ে করেন রাকুল-জ্যাকি। অন্যদিকে জ্যাকিরা হলেন সিন্ধি। সেই কারণে ফের সিন্ধি নিয়ম মেনে বিয়ে সম্পন্ন হয় তাদের। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোচুরি করেননি তারা। ২০২২ সালে অভিনেত্রীর জন্মদিনে জ্যাকির সঙ্গে প্রেমের সম্পর্কের খবর প্রকাশ্যে আনেন এই জুটি।
তাপসী পান্নু-ম্যাথিয়াস বোয়ে
এ বছর চুপিসারে বিয়ের পিঁড়িতে বসেছেন তাপসী পান্নু। তাপসী রাজস্থানের উদয়পুরে ২৩ মার্চ ম্যাথিয়াস বোয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বিয়েতে উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা। অনুরাগ কাশ্যপ, কনিকা ধিলোন এবং পাভেল গুলাটির মতো তারকারাও উপস্থিত ছিলেন এই বিশেষ দিনে। তবে তাদের বিয়ের কোনো ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেননি নায়িকা।
সোনাক্ষী সিনহা-জহির ইকবাল
জাঁকজমকে অবাক করা অনন্ত-রাধিকার বিয়ের মতোই চমকে ভরা ছিল সোনাক্ষীর বিয়েও। চলতি বছরের ২৩ জুন বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল। তাদের বাসভবনে প্রিয়জনের উপস্থিতিতে বিয়ে করেন তারা। তবে ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে সোনাক্ষীর বিরুদ্ধে লাভ-জিহাদের দাবি তুলেছেন দেশের একাংশ।
অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট
এই বছরের সবচেয়ে চর্চিত বিয়ে ছিল রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির বিয়ে। ১২ জুলাই মুম্বাইয়ে হিন্দু রীতি মেনে গাঁটছড়া বাঁধেন তারা। তবে এর আগে দু’বার বসেছিল তাদের প্রাক-বিয়ের জাঁকজমক আসরও। তাদের বিয়ের জাঁকজমকে অবাক হয়েছে সারা বিশ্বের বহু মানুষ। হলিউড থেকে বলিউড, এমনকী আঞ্চলিক ভাষার ছবির বহু তারকা উপস্থিত ছিলেন তাদের বিয়েতে। পাশাপাশি তাদের বিয়েতে হাজির ছিলেন বিখ্যাত সব রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাণিজ্য জগতের মানুষেরা।
অদিতি রাও হায়দারি-সিদ্ধার্থ
অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ, যাদের বিয়ে নিয়ে বহু দিন ধরে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। ১৬ সেপ্টেম্বর সাতপাকে বাঁধা পড়েন। বিয়ের আসর বসেছিল রাজস্থানের ২৩৩ বছরের পুরনো আলিলা দুর্গে।
নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালা
এ বছর আরও এক তারকা জুটির বিয়ে চমক লাগিয়ে দিয়েছে দর্শকদের; যা ছিল নাগা চৈতন্যের সঙ্গে শোভিতা ধুলিপালের বিয়ে। সামান্থাকে ভুলে শোভিতার হাত ধরা নিয়ে নানা বিতর্কও তৈরি হয়েছে। গত ৪ ডিসেম্বর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে হায়দরাবাদের আইকনিক অন্নপূর্ণা স্টুডিওতে গাঁটছড়া বাঁধেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা।
কীর্তি সুরেশ-অ্যান্টনি টাটিল
১৫ বছর প্রেমের পর ১১ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন তামিল, তেলেগু ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। বরের নাম অ্যান্টনি থাতিল। ভারতের গোয়ায় বসেচিল তাদের বিয়ের আয়োজন।