চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কত না জলঘোলা হলো। পাকিস্তানে খেলতে চায়নি ভারত। হাইব্রিড মডেলে সমাধান হলো। এরপর জার্সিতে ‘পাকিস্তান’ শব্দটি রাখতে চাইল না রোহিত শর্মারা। আইসিসির মধ্যস্ততায় সেটিও ঠিক হলো। তবে বিতর্ক থামছে না। এবার খোদ আইসিসি এমন কাণ্ড ঘটিয়ে বসেছে, যা নিয়ে চরম অসন্তুষ্ট পাকিস্তান।
এবারের বিতর্কে বাংলাদেশের নামও জড়িয়ে আছে। দুবাইয়ে গতকাল ভারতের মোকাবেলা করেছিল বাংলাদেশ। ওই ম্যাচটি সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ডিংয়ে ব্যবহৃত লোগোতে পাকিস্তানের নাম ছিল না। তা নিয়েই আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ভুল স্বীকার করে আশ্বস্ত করেছেন, ‘এমনটি আর হবে না।’
বাংলাদেশ-ভারত ম্যাচ সম্প্রচারের সময় ওপরের বাম কোণে থাকা লোগোতে লেখা ছিল ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫’। নিয়ম অনুসারে এখানে পাকিস্তানের নামও থাকার কথা। পাকিস্তান এই ভুলের জন্য ব্যাখ্যা চায়। আইসিসি বলেছে, এটি শুধুই একটি যান্ত্রিক ত্রুটি। জবাবটি যদিও পাকিস্তানের পছন্দ হয়নি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ব্যাখ্যা, লোগোটি টুর্নামেন্ট শুরুর আগেই বানানো হয়েছিল। একই লোগো একদিন আগে করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচে ছিল। আজ দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচে আছে। তাহলে ভারত-বাংলাদেশ ম্যাচে কেন নেই?
আইসিসি আশ্বস্ত করেছে, ভবিষ্যতে এমন কিছু আর হবে না। খেলা পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাত—যেখানেই হোক না কেন। লোগেতে পাকিস্তান লেখা থাকবে বলে নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।